
মাত্র কয়েকটি ধাপে আপনি আমাদের 3D Printing Service টি গ্রহণ করতে পারবেন এবং আপনার নির্দিষ্ট মডেলসমূহ প্রিন্ট করে নিতে পারবেন। এটি একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রক্রিয়া যা আমাদের Proprietary software এর মাধ্যমে মাত্র কয়েক সেকেন্ড ১০০% নির্ভুলভাবে অর্ডার করা যাবে। আপনি রিয়েল-টাইম প্রাইস কোটেশন জানতে পারবেন এবং সরাসরি আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারবেন। অর্ডারের সময় Print Queue তে আপনার পজিশন ও প্রিন্ট কমপ্লিট হওয়ার আনুমানিক সময় জানতে পারবেন। প্রিন্ট কমপ্লিট হলে আমরা সাথে সাথে কুরিয়ারের মাধ্যমে অত্যন্ত যত্নের সাথে পার্সেলটি পাঠিয়ে দেই। উক্ত সময় থেকে সাধারনত ১-২ দিনের মধ্যে ঢাকায় ও ২-৪ দিনের মধ্যে ঢাকার বাহিরে পার্সেলটি হোম ডেলিভারি দেয়া সম্পন্ন হয়।
নিম্নের ধাপসমূহ অনুসরণ করে আপনি আমাদের ওয়েবসাইটে Custom 3D Print অর্ডার করতে পারবেন:
১) STL ফাইল প্রস্তুত করুন
-
আপনার CAD সফটওয়্যার থেকে মডেলটি STL ফরম্যাটে এক্সপোর্ট/সেভ করুন। তাছাড়া আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে যেখানে হাজার হাজার পার্টস ও নানাবিধ ইন্টারেস্টিং মডেলের জন্য STL File অলরেডি তৈরী করা রয়েছে, সেখানে থেকে ফ্রি ডাউনলোড করে নিতে পারবেন। এরকম কিছু ওয়েবসাইট লিংক সুবিধার্থে নিম্নে দেয়া হলো:
- তবে সেক্ষেত্রে মডেলটি আমাদের 3D Printing Policy সমর্থন করে কিনা জেনে নিতে হবে।
-
আপনার কাস্টম ডিজাইন করা পার্টস/ মডেল থেকে কিভাবে STL সেভ করতে হয়—এটি আপনার ব্যবহৃত CAD সফটওয়্যারের Help/Tutorial থেকে দেখে নিতে পারেন। বা আমাদের টেকনিক্যাল টিমের সাথে যোগাযোগ করতে পারবেন Whatsapp এ।
২) প্রিন্টিং খরচ নির্ণয়
-
প্রথম ধাপে আমাদের অনলাইন সফটওয়্যারের পেজটি ভিজিট করতে হবে। তাই আপনার ব্রাউজারে নিম্নের পেজটি ভিজিট করুন:
https://www.bdtronics.com/print3d
৩) পার্টস আপলোড করুন
-
পেইজে থাকা Upload অপশন থেকে আপনার STL ফাইলটি সিলেক্ট করে আপলোড করুন।
-
আপলোডের পর মডেলটি 3D ভিউয়ারে দেখা যাবে। মডেলটি সঠিকভাবে উপস্থাপিত হলে নিম্নের ধাপটি অনুসরণ করুন।
৪) প্রিন্ট সেটিংস নির্বাচন
আপনার প্রয়োজন অনুযায়ী নিচের অপশনগুলো ঠিক করে নিন:
-
Material নির্বাচন (PLA / ABS / PETG / TPU). বিভিন্ন ধরনের ফিলামেন্টের ব্যবহার জানতে ক্লিক করুন।
-
Infill Density (মডেলের ভিতরের সলিড অংশ কতটুকু ঘন হবে)। ইনফিল ডেনসিটি সম্পর্কে জানতে ক্লিক করুন।
-
Color নির্বাচন
-
Quantity (কত কপি প্রিন্ট করবেন)
-
প্রয়োজনে Advanced Settings থেকে Layer Height, Wall Thickness ইত্যাদিও বাছাই করতে পারবেন।
৫) “Calculate Price” বাটনে এ ক্লিক করুন
-
বাটনটিতে ক্লিক করলে কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি পাবেন:
-
স্বয়ংক্রিয়ভাবে প্রিন্টিং খরচ
- এস্টিমেটেড ডেলিভারি টাইম
-
৬) Cart এর জন্য নির্বাচন করুন
এ পর্যায়ে কোটেশনটি সঠিক মনে হলে "Add to Cart" বাটনে ক্লিক করুন। এর ফলে পার্টসটির কোটেশন আপনার Cart এ যোগ হবে। এ পদ্ধতিতে #১ থেকে রিপিট করে একাধিক মডেল বা পার্টস আপনি আপনার Cart এ রাখতে পারবেন। চাইলে আপনি পূর্বের নেয়া যে কোন পার্টসের কোটেশন Cart (https://www.bdtronics.com/checkout/cart/) থেকে বাদ দিতে পারবেন।
7) অর্ডার প্লেস করুন
সকল পার্টস এর কোটেশন নেয়া সম্পন্ন হলে আপনি অর্ডার করতে "Checkout" বাটনে ক্লিক করুন। এ সময় সমগ্র পার্টসের অর্ডার ডেলিভারির জন্য আপনি একবার মাত্র ডেলিভারি চার্জ প্রদান করবেন যা "Checkout" পেজে-এ জানিয়ে দেয়া হবে।
- এ সময় Bkash/ Card এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করে আপনার অর্ডারটি কনফার্ম করতে হবে ।
- কাস্টম সার্ভিস গ্রহণ করতে অবশ্যই অর্ডারটির প্রি-পেমেন্ট সম্পন্ন করতে হবে। কেননা, তৈরীকৃত প্রোডাক্টটি ম্যানুফেকচারিংয়ে যে Raw Material ব্যবহৃত হয় তা পুনঃব্যবহারযোগ্য বা নবায়নযোগ্য নয়।
- কোন অর্ডারের পেমেন্টে পেন্ডিং অবস্থায় থাকলে নির্দিষ্ট সময় পর তা সয়ংক্রিয়ভাবে Expire হয়ে যায় ও অর্ডারটি ক্যান্সেল হয়।
অর্ডারটি কনফার্ম হলে তা প্রসেসিংয়ের জন্য আমাদের ল্যাবে পাঠানো হয়। আমরা অত্যাধুনিক 3D Printer এর দ্বারা নিখুঁতভাবে 3D Print করে থাকি। এই ফ্যাসিলিটি শুধুমাত্র আমাদের অপারেটর, CAD ডিজাইনার ও ইঞ্জিনিয়ার কর্তৃক নিয়ন্ত্রিত তাই সরাসরি এসে প্রিন্ট করার সুযোগ থাকে না। তবে প্রিন্ট কমপ্লিট হলে আপনি স্বয়ংক্রিয়ভাবে ই-মেইলে আপডেট জানতে পারবেন এবং আপনার অর্ডারটি আমাদের অফিস থেকে সংগ্রহ করতে পারবেন। এছাড়া সকল অর্ডার কুরিয়ারের মাধ্যমে নিরাপদে হোম ডেলিভারি দেয়া হবে।
3D Printing সম্পর্কিত নানাবিধ কমন প্রশ্নের উত্তরগুলো জানতে ভিজিট করুন: https://www.bdtronics.com/3d-printing-service-faq.html
