
আধুনিক এই শিক্ষা প্রতিষ্ঠানে 3D Printer সরবরাহ ও ইনস্টলেশন সম্পন্ন করে আমরা গর্বিত। 3D Printing প্রযুক্তি শিক্ষার্থীদের শেখার পদ্ধতিকে এক নতুন মাত্রায় নিয়ে যাবে।
3D প্রিন্টারের মাধ্যমে শিক্ষার্থীরা বইয়ের সীমাবদ্ধতায় না থেকে ধারণাকে বাস্তবে রূপ দিতে পারবে। বিজ্ঞান, প্রকৌশল, শিল্পকলা কিংবা গণিত—প্রতিটি বিষয়ের পাঠ হবে আরও প্রাণবন্ত ও ব্যবহারিক। হাতে-কলমে মডেল তৈরি করার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতা বাড়বে।
বিশ্বব্যাপী শিল্প ও প্রযুক্তি দ্রুত পরিবর্তিত হচ্ছে। ভবিষ্যতের চাকরির বাজারে এগিয়ে থাকতে হলে শিক্ষার্থীদের এখন থেকেই উদ্ভাবনী চিন্তাভাবনা ও প্রযুক্তিগত দক্ষতায় পারদর্শী হতে হবে। স্কুলে 3D প্রিন্টারের ব্যবহার তাদের সেই প্রস্তুতিকে ত্বরান্বিত করবে।
BDTronics বিশ্বাস করে, এ উদ্যোগ শিক্ষার্থীদের কেবল পাঠ্যবই নির্ভরতা থেকে মুক্ত করবে না, বরং তাদেরকে ভবিষ্যতের উদ্ভাবক, গবেষক ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।