Bambu Lab থ্রিডি প্রিন্টারের AMS সার্ভিসিং

AMS বা Automatic Material System ডিভাইসটি Bambu Lab ব্র্যান্ডের 3D Printer এ মাল্টি-কালার ও মাল্টি মেটেরিয়াল প্রিন্টিং সুবিধা প্রদান করে। সম্প্রতি আমাদের একজন সম্মানিত কাস্টমার তার বহুব্যবহৃত একটি Bambu Lab AMS এ সমস্যা ফেস করছিলেন। মূলত একটি স্লট কাজ করা বন্ধ করে দিয়েছিল এবং Red LED Blink করছিল।

তো যথারীতে সার্ভিসিং এ আমরা ডিভাইসটি চেক করলাম ও যত্নসহকারে প্রতিটি পার্টসকে ক্লিন করলাম দিলাম। AMS দীর্ঘ সময় ব্যবহারের ফলে এর Gear ও Pinion সিস্টেমে ফিলামেন্ট চূর্ণ জমা হতে থাকে। এতে করে Feeding System এর কার্যকারিতা কমে যেতে পারে। তারপর আমরা লক্ষ্য করলাম অকেজো স্লটটিতে ফিলেমেন্ট ভেঙ্গে কিছু অংশ রয়ে গিয়েছিল যার ফলে এটি জ্যাম হয়ে যায় (ছবিতে দেখানো)। আমরা বিষয়টি সমাধা করার পর AMS এর প্রতিটি স্লট আবার আগের মত কাজ করতে থাকে।


এখন বলি এর মূল কারণ। এটি মূলত AMS বা 3D Printer এর কোন সমস্যা নয়। আমরা আমাদের কাস্টমারদের বরাবরই সতর্ক করে দেই যেন AMS এ ফিলামেন্ট দীর্ঘদিন স্লটে insert করে রাখা উচিত না। কেননা বিশেষ করে PLA+ ফিলামেন্ট ভঙ্গুর প্রকৃতির। এটি পুরনো হলে ও আদ্র হয়ে গেলে এটি AMS এ থেকে নিজে নিজে ভেঙ্গে যেতে পারে এবং এ ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে।

তাই এ থেকে মুক্তি লাভের জন্য করনীয়:

অবশ্যই ভালো ব্র্যান্ডের ফিলামেন্ট ব্যবহার করতে হবে। Bambu Lab জেনুইন ফিলামেন্ট ব্যবহার করা সবচেয়ে উত্তম।
দীর্ঘসময় AMS এর একটি স্লট বা প্রিন্টারটি অব্যবহৃত থাকলে ফিলামেন্ট AMS থেকে খুলে রাখতে হবে।
বছরে কমপক্ষে একবার AMS ও আপনার 3D Printer টি মেইনটেনেন্স করে নিতে পারেন।


তো এভাবেই 3D Printer শুধু বিক্রয় নয়, বরং বিক্রয় পরবর্তী সেবা, সার্ভিসিং, কনসালটেন্সি ও সকল স্পেয়ার পার্টসের নিশ্চয়তা প্রদান করি আমরা. তাই Creality, Anycubic, Bambu lab ব্র্যান্ড সহ সকল থ্রিডি প্রিন্টার ক্রয় ও সার্ভিসিং এ ভরসা রাখুন BDTronics এ। ধন্যবাদ!