Bambu Lab X1, P1 ও A1 ব্যবহারকারীদের জন্য Quick Swappable Nozzle System
আমাদের সম্মানিত Bambu Lab 3D Printer ব্যবহারকারীদের একটি Pain হলো Nozzle চেঞ্জ করা। এটি যেমন Complex তেমনি সময় সাপেক্ষ। আপনার হয়তো সম্পূর্ণ Heating Element ও Temp. Sensor ডিঅ্যাসম্বল করতে হবে। অন্যথায় একটি ব্যয়বহুল Hotend Kit কিনতে হবে।
তাই BDTronics নিয়ে এলো চমৎকার এই Quick Swappable Nozzle System, যা Chromium zicronium copper heating block ও Hardened Steel Nozzle এর সমন্বয়ে গঠিত। এটি সর্বোচ্চ সহন ক্ষমতা 500°C। আর ব্যবহার করা যাবে 0.2mm, 0.4mm ও 0.6mm সাইজের Nozzle.
 
মাত্র ৩০ সেকেন্ডে এখন Nozzle পরিবর্তন করুন আপনার Bambu Lab X1, P1 ও A1 সিরিজের 3D Printer এর। আর সাথে রয়েছে এ বছর যারা Bambu Lab 3D Printer ক্রয় করেছেন তাদের জন্য ফ্রি ইনস্টলেশন সুবিধা।