ঢাকা ইউনিভার্সিটির Biomedical Physics Department এ Bambu Lab 3D Printer সরবরাহ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ফিজিক্স বিভাগে অত্যাধুনিক Bambu Lab 3D Printer সফলভাবে সরবরাহ সম্পন্ন করেছ BDTronics। সেই সাথে বিভিন্ন সরকারী ও বেসরকারি স্কুল ও বিশ্ববিদ্যালয়ে CNC মেশিন, 3D Printer, spare parts, accessories ও filament সরবরাহ করে আসছি আমরা।
আমাদের উদ্দেশ্য বাংলাদেশে 3D Printer ব্যবহার প্রসার এবং এ প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তবমুখী গবেষণা, ডিজাইন ও উদ্ভাবনে আরও এক ধাপ এগিয়ে যাবে।
এটি ব্যবহার করে ছাত্রছাত্রীরা সহজেই তাদের আইডিয়া থেকে প্রোটোটাইপ তৈরি, জটিল যান্ত্রিক যন্ত্রাংশের মডেল তৈরি, বায়োমেডিক্যাল যন্ত্রপাতির ডিজাইন পরীক্ষা এমনকি গবেষণার জন্য কাস্টমাইজড টুলস প্রস্তুত করতে পারবে। সাপ্তাহিক পাঠদানের পাশপাশি ও বিজ্ঞানমেলায় শিক্ষার্থীরা নিজেদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটাতে পারবে।
এটি শুধু একটি মেশিন নয় বরং প্রকৌশল শিক্ষায় নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচনের একটি মাধ্যম। এর ফলে বাংলাদেশের তরুণ প্রকৌশলীরা এখন বিশ্বমানের প্রযুক্তির দ্বারা আরও প্রতিযোগিতামূলক ও সৃজনশীল হয়ে উঠতে পারবে বলে আমরা বিশ্বাস করি।